শরীফ শাওন : শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে 'প্লাস্টিক বর্জ্য মুক্ত ভালোবাসার ক্যাম্পাস ২০২০' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্লাস্টিক ও পলিথিন সার্বিক পরিবেশ দূষণের জন্য দায়ী উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘প্লাস্টিক মানুষের শরীরে অনেক মরণ ব্যাধির পাশাপাশি ক্যান্সারের জন্য দায়ী। আসুন সবাই প্লাস্টিক ও পলিথিন বর্জন করি। ’
তিনি বলেন, সভ্যতার অনুষঙ্গ হিসেবে প্লাষ্টিকের ব্যবহার শুরু হলেও এট পরিবেশ দূষণের অন্যতম একটি উপাদান। তাই এর ব্যবহার বন্ধের বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা করে এর বিকল্প খুঁজতে হবে। সেই সাথে দূষণের কারণে সংকটাপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণি রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার আহ্বান জানান। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ঘোষণা করে শপথ গ্রহণ করে।