শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে জঙ্গিদের বড় ধরণের নাশকতার পরিকল্পনা

সুজন কৈরি : ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুলে জঙ্গিবাদের বিস্তার ও সিলেটে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। সংগঠনটির সদস্যরা ধর্ম ভীরু নারীদের উগ্রবাদী কার্যক্রম ও নাশকতা করতে উদ্ভুদ্ধ করছিল।

বৃহস্পতিবার সিলে‌টের সাগরদিঘীরপার মনিপুরীপাড়া এলাকা থেকে আটক করা হয় জঙ্গি সংগঠনটির সক্রিয় সদস্য শাফায়েত আহমেদ চৌধুরীকে। তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পায় র‌্যাব।
বা‌হিনী‌টি বলছে, আটক শাফায়েত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তাকে আটকের আগে মুন্সিগঞ্জ থেকে আত্মঘাতী জঙ্গি দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে শাফায়েত আহমেদের নাম পাওয়া যায়। আটকের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫টি জেহাদি বই, জঙ্গিদের ট্রেনিং ম্যানুয়েল, পাসপোর্ট, মোবাইল, ল্যাপটপ, ভিডিও নির্মাণের বিভিন্ন সামগ্রী ও উস্কানিমূলক লিফলেট।

শাফায়েত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত ৩০ জানুয়ারি মুন্সিগঞ্জ থেকে আবু রায়হান লিমন, সাইফুল্লাহ নাঈম ও নাবিল চোকদার নামে তিন জঙ্গিকে আটক করা হয়। তারা আনসার আল ইসলামের আত্মঘাতী জঙ্গি দলের সদস্য ছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা শাফায়েতের নাম জানিয়েছিল। তাকে ধরে র‌্যাব ব্যাপক নজরদারি শুরু করে। বুধবার রাত থেকে সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান চালানোর একপর্যা‌য়ে সাগর-দিঘীরপার মনিপুরীপাড়ায় একটি বাসা থে‌কে শাফায়েতকে আটক করা হয়।

মহিউদ্দিন ফারুকী জানান, শাফায়েত আহমেদ এই জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমরা তার ল্যাপটপ ও মোবাইল ফোনে জঙ্গিবাদের বিভিন্ন প্রমাণ পেয়েছি। সামাজিক যোগযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ খুলে জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছিল। এমনকি সিলেটে বড় ধরণের নাশকতার পরিকল্পনাও করছিল। সেই সঙ্গে ধর্ম ভীরু নারীদের উগ্রবাদী কার্যক্রম ও নাশকতা করতে উদ্ভুদ্ধও করছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়