শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার সৌম্য সরকারের বিয়ে ২৮ ফেব্রুয়ারি

সাতক্ষীরা প্রতিনিধি : বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। সব কিছু ঠিকঠাক, এখন শুধু মালাবদলের অপেক্ষা।

এ শুভ সংবাদ দিয়েছেন সৌম্য নিজেই। গণমাধ্যমকে তিনি বলেন, ২৬ ফেব্রæয়ারি আমার গায়েহলুদ আর ২৮ ফেব্রæয়ারি বিয়ে। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী আগে থেকেই চেনা-জানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করতে যাচ্ছি।

বিয়ে উপলক্ষে বিসিবি থেকে ইতিমধ্যে তিনি ২৯ ফেব্রæয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট ম্যাচ (২২-২৬ ফেব্রয়ারি) মিস করবেন তিনি।

বাঁহাতি এ ব্যাটসম্যান আরও বলেন, আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। উপযুক্ত সময়ে লগ্ন খুঁজছিলাম। অবশেষে সেটি পেয়ে যাওয়ায় এ মাসেই বিয়ে করছি। ফলে টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত থাকব। সুযোগ পেলে অবশ্যই খেলব।

বিয়ের বিষয়ে সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার ও সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার জানান, পাত্রী খুলনার মেয়ে। পাত্রীর দাদার বাড়ি পিরোজপুর। মেয়ের বাবা-মা খুলনার তুতপাড়ায় থাকেন। তবে বর্তমানে স্বপরিবারে ঢাকার নিউমার্কেটের পাশে থাকেন তারা। পাত্রী এ লেভেলে পড়াশুনা করছে।

সৌম্যর বাবা আরো জানান, বিয়ের আনুষ্ঠানিকতা হবে খুলনার তুতপাড়ায়। আর বউভাতের অনুষ্ঠান হবে সৌম্যর এলাকা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়িতে। বিয়ের তারিখ জানতে চাইলে কিশোরী মোহন সরকার বলেন, দু-একদিনের মধ্যেই জানতে পারবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়