শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরীজুড়ে ফুলের চড়া দাম

আসিফ কাজল: আগামীকাল শুক্রবার বসন্তের প্রথম দিন এবং ভালবাসা দিবস। বাসন্তি রঙের শাড়ি আর হলুদ পাঞ্জাবীতে নগর জুড়ে ছুটবে তরুণ-তরুণীর দল। হৃদয়জুড়ে থাকা ভালবাসা আর হাতে রঙ্গীণ ফুলে মানুষের মতো প্রকৃতিও সাঝবে নতুন রঙে। এই উপলক্ষেই রাজধানীতে জমে উঠেছে ফুলের বাজার। তারুণ্যের ভিড়ে ফুল কেঁনাবেচায় পড়েছে বাড়তি প্রভাব। উৎসব বরণ করতে শহরজুড়ে বাড়তি দামেও ফুল বিকিকিনি হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ও শাহবাগ ও বনানী ঘুরে এমন চিত্রই দেখা গেছে। অন্যদিকে, রাজধানীর অভ্যন্তরেই স্থানভেদে দেখা যায় ফুলের দামের পার্থক্য। ধানমন্ডিতে দেশি গোলাপ ৩০ টাকায় বিক্রি হচ্ছে সেটি শাহবাগে বিক্রি হচ্ছে ২০ টাকায়। বনানীতে চায়না গোলাপ (দেশে উৎপাদিত) ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা শাহবাগে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য ফুলের ক্ষেত্রেও দামের পার্থক্য রয়েছে।বিভিন্ন ফুলের দোকানে ক্রেতাদের আগমনে জমে উঠেছে বেচাকেনা। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বছরের অন্য সময়ের তুলনায় সব ধরনের ফুলের দাম কয়েকগুণ বেশি।

শাহবাগের ফুলের দোকানিরা জানান, এবার ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব একই দিনে এবং ছুটির দিন পড়েছে, যেকারণে ফুলবিক্রি বেশি হবে। এছাড়াও আজ সন্ধার পর থেকে শুক্রবার পর্যন্ত ফুলের দাম বাড়তি থাকবে।

ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে ভালবাসা দিবসকে কেন্দ্র করে সারাদেশে ৫০ কোটি টাকার ফুল বেঁচাকেনা হবে। ফুল বিক্রেতারা বলেন, ফুল বিক্রির জন্য ১৪ই ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। এ দিন শুধু ফুলের দোকানেই নয় রাস্তাঘাট, কফিশপ সর্বত্রই বাহারি ফুলের দেখা মিলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়