শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীই হলো শ্রমজীবীদের দুবাই শহর

মো. শাহজালাল , ফেনী প্রতিনিধি : ফেনী শহরের জিরো পয়েন্টের কাছে খেজুর চত্বর ও দোয়েল চত্বর। স্থানীয়ভাবে প্রতি ভোরে এটি বদলার হাট নামে পরিচিত এই শ্রমবাজারে জড়ো হয়েছেন সহস্রাধিক শ্রমজীবী মানুষ। প্রত্যেকের হাতে কোদাল, বাঁশের ঝাকাসহ নানা হাতিয়ার। সবার লক্ষ্য একটাই- কাজ যোগার করা। অনেকের কাজের সন্ধানও মেলে এখানে। ফেনীই তাদের কাছে দুবাই শহর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের উত্তর পাশে গিয়ে এ চিত্র দেখা যায়। শ্রমিক বেচাকেনা চলে সকাল ৯ টা পর্যন্ত। তিন যুগেরও বেশি সময় ধরে চলছে ফেনীর এই শ্রমবাজার।

রংপুর, কুড়িগ্রাম, বরিশাল, লক্ষীপুর, নেত্রকোনা, খুলনা, বাগেরহাট, সিলেট, ময়মনসিংসহ নানা জেলার শ্রমজীবী মানুষ আসেন এ হাটে। কাক ডাকা ভোরে রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, রং মিস্ত্রী ও দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ আসেন বদলার হাটে। হাটে আসা অনেকে বিক্রি হলেও কিছু থেকে যান অবিক্রিত।

দরদাম শেষে যারা বিক্রি হন তারা মালিকের সঙ্গে যান কাজ করতে। সারা দিন ঘাম ঝরানো কঠোর পরিশ্রম শেষে সন্ধ্যায় বাসায় ফেরেন পরিশ্রমী মানুষগুলো। আবার পরের দিন ভোরবেলায় হাটে আসেন তারা। এভাবেই চলে খেটে খাওয়া মানুষদের জীবন।

শীত উপেক্ষা করে হাটে আসা দিনমজুর নুরুল ইসলাম জানান, তিনি আগে পোশাক কারখানায় চাকরি করতেন। এখন চাকরি না থাকায় বাধ্য হয়ে বদলার হাটে এসেছেন। মাঝে মাঝে কাজ পেলেও বেশিরভাগ সময় অবিক্রিত থেকে যান তিনি।

মফিজুল ইসলাম খান (৫৫) জানান, ১০ বছর ধরে তিনি এ হাটে আসেন। সারা দিনের জন্য নিজেকে ৪০০-৫০০ টাকায় বিক্রি করেন যেকোনো কাজের জন্য। কাজ পেলে মুখে হাসি ফোটে, না পেলে মলিন মুখে অপেক্ষা করতে হয় পরবর্তী দিনের জন্য। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়