শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন থেকে আসা তিন শিক্ষার্থীর মধ্যে এক জন হাসপাতালে ভর্তি , করোনাভাইরাস আতঙ্ক ফুলবাড়ীতে

রজব আলী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দেখা দিয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। গত দুই সপ্তাহে চিন থেকে আসা তিন জন শিক্ষার্থীর মধ্যে তৌকির হোসেন (২৪) নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি তৌকির ইসলাম, ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তৌকির ইসলাম গত ৮ ফেব্রুয়ারি চিন থেকে এসেছে।

তৌকিরের মা আক্তারী বেগম পরিবার পরিকল্পনা বিভাগের একজন কর্মি। তিনি বলেন তৌকির ইসলাম ৮ ফেব্রুয়ারি চিন থেকে দেশে আসার পর, ১১ ফেব্রæয়ারি তার স্বাসকষ্ট দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখন প্রর্যন্ত করোনা ভাইরাসের জিবানু তার শরিরে দেখা যায়নি।

এদিকে খোজ নিয়ে জানা গেছে গত ৭ ফেব্রুয়ারি চিন থেকে এসেছে পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া এলাকার বাসীন্দা আবু ফাজেল চৌধুরীর ছেলে আশিক চৌধুরী ও গত ৩১ জানুয়ারি চিন থেকে এসেছে উত্তর সুজাপুর গ্রামের শাহ ইলিয়াস হোসেন ছেলে আরাফাত হোসেন। তবে ইলিয়াস হোসেন ও আবু ফাজেল চৌধুরী জানিয়েছেন তাদের ছেলেরাসুস্থ রয়েছে।

এই বিষযে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসগর কামাল সিদ্দিকি বলেন চিন থেকে আসা প্রত্যেককে বীমান বন্ধরে পরিক্ষা করা হচ্ছে, এর পরেও তারা চিন থেকে আসা প্রত্যেকের খবর নিচ্ছেন, এদের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা নিয়েছেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়