শিরোনাম
◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মিলিত ভর্তি পরীক্ষা হলে দুর্নীতি বেশি হবে, বললেন জাবির উপাচার্য

মিনহাজুল আবেদীন: বুধবার বিবিসি বাংলার প্ররিক্রমা অনুষ্ঠানের সাক্ষাৎকারে একথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পদ্ধতি এবং কেন্দ্র নিয়ন্ত্রণে রয়েছে, কেউ নকল বা জালিয়াতি করতে পারে না। সকল বিষয়ে সব ধরনের সর্তকতা অবলম্বন করা হয়, তবে কেন সম্মিলিত পরীক্ষা চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন, যদি সম্মিলিত পরীক্ষা চালু করা হয়, বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা নেয়া হয়, তবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বরং বিভিন্ন ধরনের অরাজকতার সৃষ্টি হবে।

একই অনুষ্ঠানে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীন আক্তার বলেন, এ ব্যাপারে আমরা সন্তসজনক কোনো মত প্রকাশ করতে পারছি না। তবে একাডেমিক কাউন্সিলরদের সাথে বসে সিধান্ত দেয়া হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্মিলিত ভর্তি পরীক্ষার বিষয়ে অনআগ্রহ প্রকাশ করেছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়