শিরোনাম

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতঙ্কিত হয় এমন সংবাদ মিডিয়াতে পরিবেশন হতে বিরত থাকার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শহীন খন্দকার : বৃহস্পতিবার রাজধানীর ‘বসুন্ধরা সিটি কনভেনশন সেন্টার’বিমসটেক ট্রেডিশনাল হেলথ কেয়ার এক্সপোট ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক এমপি। মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি আরো জানান কেউ অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসলেই করোনাভাইরাস রোগী নয়। বাংলাদেশে কোন করবোনা ভাইরাস রোগী নেই।

তিনি জানান, তাই এমন কোন সংবাদ পরিবেশন করবেন না যেন মানুষ আতঙ্কিত হয়। চীনের উহানে আটকা পড়া বাংলাদেশি শিক্ষার্থী নিজ খরচে দেশে ফিরতে চান, তাদের বিষয়ে করণীয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিষয়টি সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। তিনি আরো বলেন, দেশের বাইরে থেকে যে কেউ এলে তাদের প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনা চিকিৎসার দিকে বেশি জোর দিচ্ছি এবং ব্যবস্থাপনার দিকেও জোর দিচ্ছি। তাই চায়না থেকে তাদের ফিরিয়ে আনা হবে কি না সে বিষয়ে সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চীন থেকে যেকোনো ব্যক্তি আসুক, তাকে পরীক্ষা করা হবে। বিশেষ করে উহান থেকে যারা আসবে তাদের আমরা ১৪ দিনের অবজারবেশনে রাখব। সেখানে তাদের পরীক্ষা করে নিশ্চিত হয়ে ছাড়ব। সরকার করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ফেরুয়ারির ১ তারিখে চীন থেকে যারা এসেছেন ১১২ জন তাদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নয়। আগামী ১৫ তারিখে তাদের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করে সবাইকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেয়া হবে। এসময়ে মন্ত্রী বলেন বাংলাদেশে ট্টাইফোডরোগের সংক্রমণ নেই। তবে আমরা বিশ্ব স্বাস্থ্য ডাব্লিউ এইস অনুমোদিত ঔষধ দেওয়া হচ্ছে বলে জানালেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন এই প্রথম ভারত বাংলাদেশ আয়োজিত বিমসটেক ট্রেডিশনাল হেলথকেয়ার এক্সপোর্ট ২০২০এর আনুষ্ঠানিক পথচলা শুরু। আমাদের দেশে প্রধানমন্ত্রী নেতৃত্বে স্বাস্থ্য সেবার উন্নয়ণ এগিয়ে চলেছে। ট্রেডিশনাল ঔষধ প্রস্তুতে সরকারের সমর্থন রয়েছে, তবে প্রস্তুত কারকদেরও এগিয়ে আসতে হবে। এ এফ এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসনের মহা-পরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, ড. দীলিপ কুমার রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়