শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১ রানে জয় পেলো দক্ষিণ আফ্রিকা

ইয়াসিন আরাফাত : ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০তে জয় তুলে নয়েছে দক্ষিণ আফ্রিকা।এদিন বাফেলো পার্কে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে মাত্র ১ রানে ইংল্যান্ডকে পরাজিত করে স্বাকগতিকরা৷

জয়ের জন্য শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিলো ২৩ রান৷ ১৯ তম ওভারে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ রান তুললেও ইংল্যান্ড হারায় ইয়ন মর্গ্যানের উইকেট৷ শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৭ রান। তবে লুঙ্গি এনগিদির ওভারে ৩টি উইকেট হারিয়ে ৫ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা৷ শেষ বলে ৩ রান দরকার থাকলেও দ্বিতীয় রান নিয়ে স্কোর লেভেল করার চেষ্টায় রান-আউট হয়ে বসেন আদিল রশিদ৷

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড৷ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে প্রোটিয়ারা৷ জবাবে ইংল্যান্ড আটকে যায় ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৬ রানে৷

প্রোটিয়াদের হয়ে তেম্বা বাভুমা ২৭ বলে ৪৩, কুইন্টন ডি’কক ১৫ বলে ৩১, ভ্যান ডার দাসেন ২৬ বলে ৩১, ডেভিড মিলার ১৪ বলে ১৬, জেজে স্মুটস ২০ বলে ২০ ও ফেলুকাওয়ো ১৫ বল ১৮ রান করেন৷ ক্রিস জর্ডন ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন৷

ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৩৮ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন৷ ৩৪ বলে ৫২ রান করেন মর্গ্যান৷ বাটলার ও বেয়ারস্টো যথাক্রমে ১৫ ও ২৩ রানের যোগদান রাখেন৷ বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ এনগিদি ৩০ রানে ৩টি উইকেট নেন৷ ২টি করে উইকেট নিয়েছেন ফেলুকাওয়ো ও হেনড্রিক্স৷ ম্যাচের সেরা হয়েছেন এনগিদি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়