শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন : পাপন

আমাদের সময় : ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের জেতা ম্যাচটির পর ঘরে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথাটি অনূর্ধ্ব-১৯ দলকে বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জেতে দলটি।

গতকাল বুধবার অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়নরা দেশে ফেরেন। বিকেল ৪টা ৫৫ মিনিটে দেশের মাটিতে পা রাখার পর বিমানবন্দর থেকে সোজা তাদের নিয়ে আসা হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে রাত ৮টায় সংবাদ সম্মেলনে এ কথা জানান পাপন।

বিসিবি বস বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার পর প্রধানমন্ত্রী বলছিলেন একবার ওয়ার্ল্ডকাপ দেখতে চাই। এরপর ওদেরকে (অনূর্ধ্ব-১৯ দল) কথাটা বলি। সেমিফাইনালের পর রাতে খেলোয়াড়দের সঙ্গে ফেসটাইমে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাদের দোয়া করেছেন। বলেছেন, “আমি ইতালি চলে যাচ্ছি। আমি তোমাদের জন্য সবসময় দোয়া করব, খোঁজ-খবর রাখব।” ওরা ওদের মতো করে খেলে ওয়ার্ল্ডকাপ নিয়ে ফিরেছে।’

সংবাদ সম্মেলনে বিশ্বচ্যাম্পিয়নদের বিসিবি আগামী দুই বছরে প্রতিমাসে এক লাখ টাকা করে দেবে বলেও জানান পাপন। বলেন, ‘এই দলটিকে সম্পূর্ণ ইনট্যাক্ট রাখা হবে অনূর্ধ্ব-২১ দল হিসেবে। তাদের জন্য ভিন্ন ভিন্ন কোচিং স্টাফ এবং সর্বোচ্চ প্র্যাকটিস ফ্যাসিলিটি নিশ্চিত করা হবে। খেলোয়াড়দের রকমের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া যায় তার সবই দেওয়া হবে। আগামী দুই বছর একসঙ্গে রেখে ট্রেনিং দেওয়া হবে। পরবর্তী দুই বছর, প্রতি ক্রিকেটারকে মাসে এক লাখ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। দুই বছর পর পারফরম্যান্স বিবেচনা করে নতুন সিদ্ধান্ত দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনের আগে কেক কেটে বিজয় উদযাপন করে ক্রিকেটাররা। তার আগে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় বিশ্বচ্যাম্পিয়নদের। এ সময় বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেন পাপন ও যুবা অধিনায়ক আকবর আলী।

বুধবার বিকেল ৪টা ৫৫টা মিনিটে যুবাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়