শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্যকে আটক করেছে এটিইউ

সুজন কৈরী : হবিগঞ্জ সদরের বাহুলা ২ নম্বর পুল এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ওই সংগঠনের সদস্য মো. সফিকুল ইসলাম রানাকে (২০) আটক করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার এটিইউর পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ বলেন, আটক সফিকুলের কাছ থেকে মোবাইল ফোন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দলিলাদি ও অন্যান্য উগ্রপন্থি কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সে হবিগঞ্জ জেলার প্রধান হিসেবে ২০১৮ সাল থেকে আটক হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে আসছিলো। ইতোপূর্বে সে সিলেট ও হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত নিষিদ্ধ ওই সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে। এর আগে ২০০৮ সাল থেকে জঙ্গি সংগঠনটিতে সদস্য হিসেবে যোগদান করে।

আটক সফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটাতে গোপনে বৈঠক ও বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হয়ে গোপন বৈঠক করছিলো।

হাসানুল জাহিদ বলেন, আটক সফিকুলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সিলেটের শাহ্পরান থানায় গত ৩০ জানুয়ারি মামলা হয়েছিলো। এরপর থেকে সে পলাতক ছিলো। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়