শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে নিয়োগ বাণিজ্যের জের ধরে শিক্ষক লাঞ্ছিত

মুসবা তিন্নি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্যের জের ধরে এক শিক্ষকের দ্বারা আরেক শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. খাইরুল ইসলামের নামে এই অভিযোগ করেন একই বিভাগের প্রফেসর ড. মু. আলী আসগর।

জানা গেছে, বুধবার দুপুর ১২ টার দিকে কৃষি অনুষদের ফটোকপি মেশিন থেকে কিছু অফিসিয়াল নথি ফটোকপি করাচ্ছিলেন প্রফেসর ড. আলী আসগর। এমন সময় হঠাৎ প্রফেসর খাইরুল তাকে ধাক্কা মেরে ফেলে দেন, সেসময় মাথায় আঘাত লাগার সাথে সাথে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে ডিন অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এসে উদ্ধার করে মাথায় পানি ঢালার পর প্রাথমিক চিকিৎসা জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী প্রফেসর ড. আলী আসগর বলেন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক নিয়োগ বিষয়ে হাইকোর্টের রিট আবেদন প্রত্যাহার না করার কারণে বিভিন্নভাবে তার ক্ষতি করার চেষ্টা চালাচ্ছেন শিক্ষক খাইরুল ইসলাম। এর আগেও তিনি বিভিন্ন সময় হুমকি দিয়েছেন। আজকেও তার ব্যাতিক্রম ঘটেনি। আমি যদি কোন ভুল করে থাকি তাহলে সে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক সমস্যা নাই কিন্তু একজন শিক্ষক হয়ে কিভাবে আমার গায়ে হাত তুলেন তিনি। আমি সুস্থ হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করবো।

অভিযোগের বিষয়ে প্রফেসর ড. খাইরুল ইসলাম বলেন, হাইকোর্টে একটি মামলা চলছে। আমাদের কয়েকজন শিক্ষকের গোপন কিছু ব্যক্তিগত ডকুমেন্ট না জানিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমি উনাকে ডাক দিয়ে হাত থেকে ডকুমেন্টগুলো নিয়ে নেই। ধাক্কা মারার বিষয়ে তিনি বলেন, আমি তাকে ধাক্কা মারিনি সে নিজেই অভিনয় করে পড়ে যাওয়ার ভান করেন আর ডকমেন্টগুলো আমি নিয়ে নেয়ার ফলে তার পেশার বেড়ে যায় এর জন্যই তিনি অসুস্থ্য হয়ে যান। তখন আমিও তাকে উঠানের জন্য এগিয়ে আসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়