শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এএফডিতে রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা শীর্ষক আর্ন্তজাতিক সিম্পোজিয়াম

ইসমাঈল হুসাইন ইমু : বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উদ্যোগে যৌথভাবে ঢাকা সেনানিবাসস্থ সেনা মালঞ্চে দুদিনব্যাপি রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা শীর্ষক আর্ন্তজাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষাবিদ, সংশ্লিষ্ট পেশাজীবি, সরকারী কর্তৃপক্ষ এবং শিল্প কারখানাকে একত্রিত করে রাসায়নিক নিরাপত্তা সুরক্ষা এবং রাসায়নিক ক্ষয় প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অংশীদারিত্বের বিষয় অবহিত করা।

সিম্পোজিয়ামটির মূল আলোচ্য বিষয় ছিল কেমিক্যাল প্রসেস সেফটি এবং লস প্রিভেনশন, ঝুঁকি সনাক্তকরণ এবং ঝুঁকি মূল্যায়ণ, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা, টেক্সটাইল রাসায়নিক সুরক্ষা, পরিবহন সুরক্ষা ও নিরাপত্তা এবং রাসায়নিক সুরক্ষা ও ব্যবসহাপনা সংক্রান্ত আইন ও নীতিমালাসমূহ। উক্ত বিষয়ে দেশ বিদেশের বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদের পাঠ উপস্থাপনা করেন।

বুধবার বিএনএসিডব্লিউর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। তিনি দেশে রাসায়নিক সুরক্ষা ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। সবশেষে তিনি জাতীয়ভাবে রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নের বিষয়ে একত্রে কাজ করার জন্য সকলকে অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়