শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণের ঘটানয় গ্রেপ্তার ৩

এইচ এম মিলন, কালকিনি প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে মাদারীপুরের কালকিনিতে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বুধবার সকালে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান ধর্ষক জামাতুল শেখ(২০), তার সহযোগী আকবর ফকির(৪২) ও আবদুর রহমান বেপারীকে(৩২) গ্রেপ্তার করেছেন।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুরের সদর উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামের কিশোরীর সঙ্গে সদর উপজেলার কেন্দুয়া গ্রামের কাদের শেখের ছেলে জামাতুল শেখের প্রথমে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায় গত ৮ ফেব্রুয়ারি জামাতুল শেখ তার বন্ধু তপু সরদারের বাড়ি কালকিনি উপজেলার মিয়াহাট এলাকায় ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যায়।

সেখানে বসে বন্ধু তপু ও আবদুর রহমানের সহযোগীতায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে জামাতুল শেখ পালিয়ে যায়। পরে ওই কিশোরী বাদী হয়ে কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ মামলার পরিপেক্ষিতে কালকিনি থানার অফিসার্স ইনচার্জ মো. নাসিরউদ্দিন মৃধার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই তিন আসামিদের পলাতক অবস্থায় মাদারীপুর জেলা সদর থেকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার্স ইনচার্জ মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে বুধাবার দুুপুরে মাদারীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। আর ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়