শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়নের সুফল সবার মধ্যে ছড়িয়ে দেয়া হবে, বললেন জিইডি সদস্য

সাইদ রিপন : পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বলেন, দেশে আয় বৈষম্য বাড়ছে কমছে ভোগ বৈষম্য। আয় বৈষম্য কমাতে আমরা কাজ করছি। দেশের উন্নয়নের সুফল সবার মধ্যে ছড়িয়ে দিতেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০-২০২৪) দলির প্রণয়নের লক্ষ্যে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের প্রথম সভাশেষে জিইডি সদস্য এসব কথা বলেন। রূপকল্প ২০৪১ এবং বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেয়ার জন্যই এই সভায়।

সভা শেষে জিইডি সদস্য বলেন, এক দশকে দারিদ্র ব্যাপকহারে কমেছে। দারিদ্র নিরসনে আমরা ব্যাপক সফলতা পেয়েছি। দেশে ধনি-গরিবের মধ্যে ভোগ বৈষম্য তেমন নেই। তবে আয় বৈষম্য আছে। কিভাবে আয় বৈষম্য কমিয়ে সবার মধ্যে উন্নয়নের সুফল ছড়িয়ে দেয়া যায় সেই উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা এমনভাবে পরিকল্পনা গ্রহণ করবো যাতে প্রবৃদ্ধি অর্জন ভালো হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ও দেশের দারিদ্র আরো কমে আসে। আমরা সংযুক্তমূলক উন্নয়ন করতে বদ্ধপরিকর। অরক্ষিত জনগণও যেন সুফল ভোগ করতে পারে এই বিষয়গুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি।অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০-২০২৪) মাধ্যমে উন্নত দেশের যাত্রা করবো।

সভায় আরো উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, পিপিআরসির নির্বাহি পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববদ্যিালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম, কৃষি অর্থনীতিবিদ ড. এম এ জব্বার প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়