শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়নের সুফল সবার মধ্যে ছড়িয়ে দেয়া হবে, বললেন জিইডি সদস্য

সাইদ রিপন : পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বলেন, দেশে আয় বৈষম্য বাড়ছে কমছে ভোগ বৈষম্য। আয় বৈষম্য কমাতে আমরা কাজ করছি। দেশের উন্নয়নের সুফল সবার মধ্যে ছড়িয়ে দিতেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০-২০২৪) দলির প্রণয়নের লক্ষ্যে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের প্রথম সভাশেষে জিইডি সদস্য এসব কথা বলেন। রূপকল্প ২০৪১ এবং বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেয়ার জন্যই এই সভায়।

সভা শেষে জিইডি সদস্য বলেন, এক দশকে দারিদ্র ব্যাপকহারে কমেছে। দারিদ্র নিরসনে আমরা ব্যাপক সফলতা পেয়েছি। দেশে ধনি-গরিবের মধ্যে ভোগ বৈষম্য তেমন নেই। তবে আয় বৈষম্য আছে। কিভাবে আয় বৈষম্য কমিয়ে সবার মধ্যে উন্নয়নের সুফল ছড়িয়ে দেয়া যায় সেই উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা এমনভাবে পরিকল্পনা গ্রহণ করবো যাতে প্রবৃদ্ধি অর্জন ভালো হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ও দেশের দারিদ্র আরো কমে আসে। আমরা সংযুক্তমূলক উন্নয়ন করতে বদ্ধপরিকর। অরক্ষিত জনগণও যেন সুফল ভোগ করতে পারে এই বিষয়গুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি।অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০-২০২৪) মাধ্যমে উন্নত দেশের যাত্রা করবো।

সভায় আরো উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, পিপিআরসির নির্বাহি পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববদ্যিালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম, কৃষি অর্থনীতিবিদ ড. এম এ জব্বার প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়