শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে, বললেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ : বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আইনের সব গুলো বিষয়ে চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি আইনগত দিক থেকে। আমরা খুব পরিষ্কার করেই বলেছি, এটা আইনের বিষয় নয়, রাজনৈতিক উদ্দেশ্যে ওনাকে আটক করে রাখা হয়েছে। সুতরাং সিদ্ধান্তটা রাজনৈতিক হতে হবে। অর্থাৎ এ দখলদার সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। তারা দেশনেত্রীকে ছাড়বেন নাকি সুস্থ পরিবেশ সৃষ্টি করবার লক্ষ্যে গণতন্ত্রকে ফিরে আনবার জন্য দেশনেত্রীকে মুক্তি দিবেন।

খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে সরকারের সঙ্গে কোনো আলোচনা উদ্যোগ নিয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা তো সবসময় আপনাদের মাধ্যমে তাদের জানাচ্ছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। পার্লামেন্টেও জানানো হয়েছে। এখন পুরো বিষয়টায় সরকারের হাতে।

তিনি বলেন, আমাদের যে নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে সবি তো আমরা করেছি। এখন আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণকে সঙ্গে নিয়েই দেশনেত্রীকে মুক্ত করবো এটেই হলো আমাদের রাজনীতিক দল হিসেবে আমাদের শেষ চেষ্টা।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার পরিবার থেকে প্যারোলের আবেদন করা হয়েছে কিনা এটা আমাদের জানা নেই। আমাদের কাছে এখন মূখ্য বিষয় হচ্ছে ম্যাডামের জীবন রক্ষা করা। কারণ এরা সুপরিকল্পিতভাবে ম্যাডামকে হত্যার দিকে নিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ বেয়ানীভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে দলের চেয়ারপারসনকে আটক করে রাখা হয়েছে। এতে আমরা শুধু হতাশ নই বিক্ষুব্ধ হয়েছি। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে আমরা ন্যায় বিচার পাইনি।

দলের চেয়ারপারসনের মামলা আপিল অবস্থায় আছে জানিয়ে তিনি আরো বলেন, এ ধরনের মামলায় যে কোনো ব্যক্তির সাংবিধানিক অধিকার জামিন পাওয়া। এটা তার হক। সে হক থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আর এটা প্রতিহিংসা ছাড়া কিছু না। আজকে জনগণের কাছে আমাদের সেজন্য আবেদন থাকবে। এধরনের অন্যায় বেয়ানি কাজ রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার যে কৌশল, তা নশ্চাত করে দেওয়ার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়