শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁওয়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মাসুদ আলম ও মহসীন কবির : শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতন ভাতার দাবীতে বুধবার সকাল ৯টায় রাজধানীর গুলশান ও মহাখালী লিংরোড সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে কানিজ গার্মেন্টস লিমিটেডের দেড় হাজার শ্রমিক। অবরোধের কারণে মহাখালী থেকে মগবাজার এবং গুলশান লিং রোডের রাস্তার দু’পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পথচারিরা। পরে বেলা ১১টায় পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিলে যানচলাচল শুরু হয়।

আকরাম হোসেন নামে শ্রমিক বলেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার থেকে কারখানাটি বন্ধ রয়েছে। কারখানার সামনে নোটিশ টানিয়ে দেয়া হয়েছে। বুধবার কারখানটি খুলে দেয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও পুলিশ আমাদের লাঠিপেটা করে। এতে ১০/১৫ জন আহত হয়েছে। পরে শ্রমিকরা কারখানাটির সামনে অবস্থান নেয়। কারখানাটিতে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন। ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুর্নবহাল করতে হবে।

তিনি আরো বলেন, কারখানাটির ম্যানেজার শ্রমিকদের হুমকি দিয়ে বলেন যদি শিপমেন্ট দিতে না পারে কল্লা কেটে নিবে। শ্রমিকরা বারবার বসার জন্য বললেও মালিক পক্ষ কর্ণপাত করেনি। দাবী আদায় না হলে আবারও তারা রাস্তায় নামবে।
বসির উদ্দিন নামে এক যাত্রী বলেন, খিলক্ষেত থেকে বাসে করে মগবাজারে যাচ্ছিলাম। মহাখালীতে ৪৫ মিনিট ধরে একই জায়গায় বসে ছিলাম। পরে বাস থেকে নেমে পাঁয়ে হেটে গন্তব্যস্থলে যাই।  তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বলেন, শ্রমিকরা রাস্তায় নামলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। তাদের কোনো লাঠিচার্জ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়