শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটা ‘থাপ্পড়’ই যথেষ্ট! কেন এ কথা বললেন তাপসী?

রাশিদ রিয়াজ : নারীদের সাথে 'আপোষ' করার প্রসঙ্গ তুলে ভারতের প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানি লিখেছেন, '... আপনারা কতজন ভাবেন শুধু গরিব পরিবারের স্ত্রীরাই মার খান। কতজন ভাবেন শিক্ষিত পুরুষ কোনও দিন গায়ে হাত তোলেন না।তবে মহিলাদের গায়ে হাত তোলা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। একটা থাপ্পড়ও নয়।' ট্রেলার সোশ্যাল মিডিয়ায় আসার পর তা অভূতপূর্ব সাড়া কুড়িয়েছে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত থাপ্পড় এর ট্রেলার। আর সেই ট্রেলার দেখে অভিভূত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ট্রেলারের কিছুটা অংশ শেয়ার করে পরিচালক অনুভব সিনহার ছবির বক্তব্যের প্রশংসা করেছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করে স্মৃতি লিখেছেন, 'অবশ্যই ছবিটা দেখুন।' এমনকী তার সঙ্গে উল্লেখ করেছেন, রাজনৈতিক ভাবে মতাদর্শ আলাদা হলেও ছবিটা দেখবেন তিনি। এবং সবাইকে দেখার অনুরোধও করেছেন তিনি।

এরপর একটু অন্যভাবে ট্যুইস্টের পরিকল্পনা করেছে টিম থাপ্পড়। আমু ও তার স্বামীর এক ঝগড়ার দৃশ্য সামনে এসেছে। সেই দৃশ্যের পর তাপসী দর্শককে বলেছেন, যদি মনে হয় ভুল কিছু দেখানো হচ্ছে তাহলে আপনারা রিপোর্ট করুন।

তবে সেই ক্লিপিংস এর শেষে তাপসী বলেছেন,'শুধুমাত্র একটা থাপ্পড়...আর জাস্ট কিচ্ছু না'। ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়