শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষার উত্তরপত্র বদল করায় শিক্ষককে কারাদণ্ড

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক উত্তরপত্র বদল করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই শিক্ষককে দুই বছর কারাদণ্ড প্রদান করা হয়।মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় এই ঘটনা ঘটে। দণ্ডিত শিক্ষক হলেন, লক্ষীপুর জেলার সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের সামসু উদ্দিন মিয়ার ছেলে আবু নাছের(৩৬)।এ ঘটনায় বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষকে কেন্দ্র থেকে অব্যাহত দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র সচিবের পাশের রুমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নৈর্ব্যক্তিকের উত্তরপত্র নিজে লেখে আগেরগুলো সরিয়ে তার লেখা ১০টি নৈর্ব্যক্তিক উত্তরপত্র দিচ্ছিলেন। এসময় কেন্দ্র পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা।তিনি বিষয়টি বুঝতে পেরে জমা দেওয়া সময় হাতেনাতে ধরে ফেলেন কেন্দ্র পরিদর্শক কাজী সোহেলকে। পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা শিক্ষক কাজী সোহেলকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন সরোয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়