শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকবরদের বিশ্বকাপ জয় বাচ্চাদের ক্রিকেট আগ্রহ বাড়াবে, বললেন আকরাম খান

হাসান : ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতিয়ে দেশের ক্রিকেটের মোড় ঘুরিয়েছেন আকরাম খানরা, বাংলাদেশ ক্রিকেটে সূচনা হয় নতুন এক দিগন্তের। যার পরবর্তী ফল বলতে হয় আজকের বাংলাদেশ দল ও সাকিব, তামিম, মুশফিকদের। অন্যদিকে যুব বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে যোগ হলো আরও এক সোনালী অধ্যায়। যা ছাপিয়ে গেছে অতীত সব অর্জনকেই, আইসিসির বৈশ্বিক কোনো আসরে প্রথম শিরোপা বলে কথা। দেশের ক্রিকেট ইতিহাস যার দুর্দান্ত এক ইনিংসে লেখা হয় নতুন করে সে আকরাম খান বলছেন আকবর আলিদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে। ১০ ফেব্রুয়ারি মিরপুরে গণমাধ্যম কর্মীদের বিসিবির এই পরিচালক জানান ভালো খেলা ধরে রাখতে পারলে শরিফুল, সাকিব, তামিম, আকবর, রাকিবুলদের জন্যও খোলা থাকবে ২০২৩ বিশ্বকাপের দরজা।

জাতীয় দলের মতো অনূর্ধ্ব-১৯ দলেও আছে সাকিব, তামিম। বাঁহাতি ওপেনার তানজিদ হাসানের ডাকনাম তামিম, পেসার তানজিম হাসানের ডাকনাম সাকিব। ফলে জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময় ধরে খেলা তামিম-সাকিবের প্রভাব যে যুবাদের মধ্যে আছে তা ভালোই আঁচ করতে পারলেন আকরাম খান, ‘এই দলে দেখেন সাকিব (তানজিম হাসান) আছে তামিম (তানজিদ হাসান) আছে এতেই বোঝা যায় আমাদের আইকনদের জন্যই তারা ক্রিকেট খেলছে। ক্রিকেটটা জনপ্রিয় হচ্ছে এবং আমি নিশ্চিত আগামী তিন-চার বছরে আরও অনেক প্লেয়ার ও ট্যালেন্ট বের হয়ে আসবে’। যুব দলের ক্রিকেটারদের পরিচর্যা করে প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া নিজেদের কাজ বলছেন বিসিবির এই পরিচালক, ‘এখন তাদের পরিচর্যা করা ও বের করে (প্রতিভা) আনা আমাদের কাজ। যদি আমরা করতে পারি আমার মনে হয় ভবিষ্যতে আমরা আরও ভালো মানের প্লেয়ার পাবো। আমাদের যে কাজটা আছে তাদের ভালো প্ল্যান দেওয়া, ফিটনেস করা, ফিজিও, কোচ, সুযোগ-সুবিধা দেওয়া। ভালো ভালো উইকেটে খেলা এবং বিদেশি ভালো দলের সঙ্গে খেলা’।

বোর্ডের পরিচর্যার পাশাপাশি ক্রিকেটারদেরও দায়িত্ব আছে নিজেদের উন্নত করার ক্ষেত্রে মনে করেন আকরাম খান, ‘তাদেরও দায়িত্ব নিজেদের ডেভেলপ করা। আমি আবারও যেটা বলছি আমাদের তিন-চারটা প্লেয়ার যারা টপ কোয়ালিটির প্লেয়ার আছে তারা নিজেকে যেভাবে তৈরি করেছে তাদেরও (যুবাদের) কিন্তু নিজেদের এভাবে তৈরি করার চেষ্টাটা থাকতে হবে। তখন দেখবেন অনেকগুলো কোয়ালিটি প্লেয়ার আসবে, অনেকগুলো কোয়ালিটি প্লেয়ার যখন দলে খেলবে সে দলটাও ভালো খেলবে’। সূত্র : ক্রিকেট নাইনটি সেভেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়