শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামে হামলা, ভাংচুর, মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার সাজিয়ালি গ্রামে হামলা, ভাংচুর, মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। একটি মামলার বাদি সাজিয়ালি গ্রামের মশিয়ার গাজির ছেলে আদনান আরাফাত (২৫)। মামলার আসামিরা হচ্ছেন সাজিয়ালি গ্রামের মৃত ইমান আলীর ছেলে হযরত আলী (৫০) হযরত আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫) মৃত দিদার গাজির ছেলে ঝন্টু গাজি (৪৫) বারেক বিশ্বাসের ছেলে খোকন হোসেন (৪০) মৃত ভাটাই বিশ্বাসের ছেলে বাবলুর রহমান (৪৫) মৃত ওয়াজেদ আলী গাজির ছেলে কোরবান আলী (৪৫) রুস্তম আলীর ছেলে রিপন হোসেন (৩৫) মৃত দিদার গাজির ছেলে মিন্টু গাজি (৫০) মিন্টু গাজির ছেলে ইয়াসিন গাজি (২৫) মোজাফ্ফর হোসেনের ছেলে সান্টু (৪০) ও অপরটির বাদি একই গ্রামের মৃত দিদার গাজির ছেলে মিন্টু গাজি (৫০)। মামলার আসামিরা হচ্ছেন মৃত হারান গাজির ছেলে লুৎফর (৬০) মোশারেফ (৩৫) মশিয়ার রহমান (৪০) লোকমান হোসেন গোজো (৬৬) রওশন (৪৫) মশিয়ার রহমানের ছেলে শামীম হোসেন (২৭) লোকমান হোসেন গোজোর ছেলে খোকন (৪৫) লুৎফর হোসেনের ছেলে হোসেন (২৩) রওশনের ছেলে আকাশ (২৫) লুকমান হোসেনের ছেলে শাহিন (৩২)সহ অজ্ঞাত নামা ৩/৪ জন।

আরাফাত আদনান মামলায় উল্লেখ করেছেন আসামিদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২ ফেব্রুয়ারি রাতে আমাদের গোয়াল ঘর থেকে একটি এড়ে গরু ও আমার চাচা রওশন গাজির গোয়াল ঘর থেকে একটি গাভি গরু চুরি হয়ে যায়। এলাকার বিভিন্ন স্থানে খোঁজ করে জানান যায় ঝন্টু, কোরবার ও বাবলু যোগসাজসে গরু দুটি চুরি করে। চুরির বিষয়টি জানজানি হলে ক্ষিপ্ত হয়ে আসামিরা আমাদের মারপিট খুন জখম করার ষড়যন্ত্র করতে থাকে। এর ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি সকালে আসামিরা লোহার রড, ধারালো দা, চাইনিজ কুড়াল, ও বাসের লাঠি নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে খুন করার উদ্দেশ্যে চাচা রওশন গাজির মাথায় কোপ মেরে রক্তাত্ত জখম করে। অন্য চাচা লোকমান গাজি, মোশারেফ হোসেন, আমার পিতা মশিয়ার গাজি ও চাচি শামিম আরা শিউলি ঠেকাতে গেলে তাদের কেউও কুপিয়ে জখম করা হয়। আসামিরা চাচির পরনের কাপড় টেনে হেচড়ে শ্লীলতাহানি ঘটায় ও তার গলায় থাকা ১২ আনা ওজনের একটি সোনার চেইন যার মূল্য আনুমানিক ৩৮ হাজার ছিনিয়ে নেয়। চাচাতো ভাই ঠেকাতে গেলে তাকেও মারপিট করে আহত করা হয়। আসামিরা আমাদের বাড়ির আসবাব পত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে। আমাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পাল্টা মামলায় বাদি মিন্টু গাজি উল্লেখ করেন, জমিজমা নিয়ে আসামিদের সাথে আমাদের বিরোধ চলে আসছিলো। প্রতিবেশি বাবলু জমি বন্ধক নেয়ার জন্য ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে আমার বাড়ি আসছিলো। ৯ ফেব্রুয়ারি সকালে আমার বাড়ি আসার সময় লুৎফরের ঘরের পিছনে ইটের সোলিং রাস্তার উপর পৌছুলে লুৎফরের হুকুকে সহযোগি আসামিরা বাবলুকে ধরে নিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রেখে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। খবর পেয়ে আমি ও আমার ছেলে উয়াসিন ছোট ভাই ঝন্টু, চাচাতো ভাই রিপন বাবলুকে উদ্ধারের জন্য লুৎফরের বাড়ির সামনে হাজির হলে আসামিরা আমাদেরকে মারপিট করে রক্তাত্ত জখম করে। আসামিরা বাবলুকে লোহার রড দিয়ে বুকের পাজরে আঘাত করে হাড় ভেঙ্গে দেয়। বাবলুর লুঙ্গির গাটিতে গোজা ১ লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়