শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপজয়ী আকবরের বাসায় ডিসি ও বিসিবি পরিচালক

যুগান্তর ‍: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দলকে জেতানোর নায়ক আকবরের বাসায় গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

সোমবার রাতে ক্রিকেটার আকবরের বাসায় গিয়ে তার বাবা মো. মোস্তফা হোসেন এবং মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরের বাবা-মাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং মিষ্টিমুখ করানও হয়। পরে একটি কেক কাটা হয়।

জেলা প্রশাসক আসিব আহসান জানান, ক্রিকেটার অধিনায়ক আকবর ভালো ক্রিকেট খেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে বাংলাদেশকে খেলাধুলার জগতে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে রংপুরবাসীকে গর্বিত করেছেন।

বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আকবর রংপুরের ক্রীড়াঙ্গনকে দেশের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আকবরের সঙ্গে রংপুরের ক্রীড়াঙ্গন আছে আগামীতে থাকবে। আমরা আকবরের হাত ধরে আগামীর ক্রিকেট দুনিয়ায় আরও ভালো কিছু প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীরসহ জেলা ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তাবৃন্দ।

এ দিকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরকে নাগরিক সংবর্ধনা প্রদানের সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসিব আহসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়