শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন আকবরবাহিনীকে বরণ করে নিতে রঙিন আলোয় সেজেছে মিরপুর স্টেডিয়াম

আক্তারুজ্জামান : শিরোপা জয়ের স্বাদ কেমন সেটা এখন জানে বাংলাদেশ। হোক সেটা ছোটদের দল। কিন্তু শিরোপা তো শিরোপাই। তার স্বাদ পাল্টায় নাকি? তাই তো শিরোপাকে ঘরে তুলতে আয়োজনের কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিরোপাজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল দেশে ফিরবে বুধবার বিকেলে। তার আগেই বরণডালা সাজিয়ে রেখেছে বিসিবি। ক্রিকেটপাড়া খ্যাত মিরপুরে চলছে উৎসবের আমেজ।

শেরে বাংলা স্টেডিয়ামের দুই নাম্বার গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে বিশাল আকবর আলীদের ছবি খচিত বিশাল ব্যানার। ওয়ার্লড চ্যাম্পিইয়ন্স লেখা এই ব্যানারে দেখা যাচ্ছে আকবর আলীদের ট্রফি হাতে উল্লাসের মূহূর্ত। মঙ্গলবার সকালে এই ব্যানারগুলো টানানো হয়। একটি বিশাল বড় ব্যানার ছাড়া ছোট-ছোট তিনটি ব্যনার আছে। তার মধ্যে একটিতে আবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া দলকে শুভকামনা জানানো হয়েছে। মরিচ বাতিতে সাজানো হয়েছে স্টেডিয়ামের প্রধান ফটকের দেয়ালে।

আগামীকাল বিকেলে ৪টা ৫৫ মিনিটে দেশে পৌঁছাবেন আকবর আলীরা। বিমান বন্দরের তাদের বিশাল অভ্যার্থনা দেওয়া হবে বলে জানিয়েন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিমানবন্দরে বিসিবি সভাপতি ও পরিচালকরাসহ উপস্থিত থেকে যুবাদের বরণ করবেন ফুল দিয়ে। ওখানে জনসমাগমও হবে। এরপর তাদেরকে বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিয়ে আসা হবে।

মিরপুর আসার পর তাদেরকে নিয়ে কেক কাটা হবে। কেক কাটার পর যুবাদের নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন নাজমুল হাসান পাপন। রাতে ডিনারের ব্যবস্থা থাকবে। এরপর যাদের বাসা ঢাকাতে তারা রাতেই চলে যাবেন আর বাকিরা বিসিবি একাডেমিতে অবস্থানের পর পরদিন সকালে গ্রামের বাড়িতে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়