শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতির প্রধান খাত হতে পারে সমুদ্র

শরীফ শাওন : সমুদ্রকে পর্যটনের নতুন সম্ভাবনা দেখছেন সাগর ও পর্যটন বিশেষজ্ঞ আলোচকরা। তারা বলছেন, সমুদ্রই হতে পারে দেশের প্রধান অর্থনীতির খাত।

মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) রাজধানীর মেরুল বাড্ডার সেঞ্চুরি সেন্টার মিলনায়তনে ‘পর্যটন সম্ভাবনা বিকাশে পরিবেশ সংরক্ষণ ও সমুদ্র পর্যটন উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তরা এমন সম্ভাবনা তুলে ধরেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম অ্যাক্সপ্লোরারস অ্যাসোসিয়েশন, সেভ আওয়ার সি'র এবং মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক। অনুষ্ঠানে বক্তারা আরো জানান, বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নীত করতে সমুদ্রকে কাজে লাগানোর বিকল্প নেই।

সেভ আওয়ার সি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, সমুদ্রকে ঘিরে সম্ভবনা তৈরি হয়েছে। তাই দ্রুত একটি পরিকল্পনা তৈরি করে সমুদ্রকে কাজে লাগাতে হবে।

মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি মাহমুদ সোহেল বলেন, বিশ্বের দরবারে যেকোনো দেশকে পরিচিত করতে টুরিজম হচ্ছে বড় মাধ্যম। এসময় তিনি দাবি করেন, দেশের অর্থনীতির স্বার্থে আলাদা সমুদ্র মন্ত্রণালয়ের প্রয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান বলেন, দেশ ও স্থানীয় সংস্কৃতি ঠিক রেখে প্রকৃতিকে রক্ষা করে কিভাবে পর্যটনকেন্দ্র গড়ে তোলা যায় সেটার দিকে গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ টুরিজম অ্যাক্সপ্লোরারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও পরিচালক (মিডিয়া ও কমিউনিকেশন) কেফায়েত শাকিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এম জি আর নাছির মজুমদার, পরিচালক (অপারেশান) কিশোর রায়হান, পরিচালক (রিসার্চ) শাহরিয়ার হোসেন প্রমূখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়