শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ পুলিশের অভিযানে ৬৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

সুজন কৈরী : মঙ্গলবার নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্বে মুন্সিগঞ্জের মুক্তারপুরে জাল কারখানায় অভিযান চালিয়ে ২ কোটি ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জালগুলো জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় পুলিশের এ বাহিনীর অন্য উর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাহী হাকিম ও মৎস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সোমবার দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের ১৯টি থানা বা ফাঁড়ির অভিযানে এক কোটি ২৫ লাখ পাঁচ হাজার টাকা মূল্যের ৪ লাখ ১৫ হাজার মিটার কারেন্টসহ অন্যান্য জাল, ৩৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১১৫ কেজি জাটকা ইলিশ, ৪০ হাজার টাকা মূল্যের ৩টি নৌকা-বাল্কহেড, ১২ বোতল ফেন্সিডিল, ৮৫ হাজার টাকা মূল্যের একটি মোটর সাইকেল, ২ টি রাম দা, ১টি লোহার পাত এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। আটক করা হয় ১০জনকে। তাদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে নৌযান চালানো ও বিশেষ ক্ষমতা আইনে ২ টি মামলা করা হয়েছে।

নৌ পুলিশের অতিরিক্ত এসপি (ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া) ফরিদা পারভিন বলেন, জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়