শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুল মিলিটারি একাডেমির কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

ইমরুল শাহেদ : মঙ্গলবারের এ ঘটনায় নিহতদের মধ্যে দুই জন বেসামরিক এবং চার জন সেনা সদস্য রয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ইন্ডিয়া

এই হামলার দায় কেউ তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। তবে তালেবান এবং আইএস জঙ্গিরা নিয়মিতভাবেই আফগান সেনাবাহিনীকে লক্ষ্য করে এখানে হামলা চালিয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাশরাট রাহিমি বলেছেন, ছয়জন নিহত ছাড়াও আহত হয়েছে ১২ জন। এরমধ্যে পাঁচজন বেসামরিক লোক।

মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির প্রবেশমুখে একটি পুলিশ চেকপয়েন্টে হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় টেলিভিশন ইমেইজে দেখা যায়, ঘটনাস্থলটিকে অনেকটা বড় এলাকা নিয়ে ঘেরাও করে রাখা হয়েছে।

গত বছরের মে মাসে আরো একবার এই একাডেমিতে হামলা চালানো হয়েছিল। তখনো মারা গেছে ছয়জন। একটি ব্রিটিশ স্কুলকে অনুসরণ করে এই একাডেমিটিকে বলা হয় ‘স্যান্ডহার্স্ট ইন দি স্যান্ড।’ আফগানিস্তানের প্রয়াত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহিমের নামানুসারে একাডেমির নাম রাখা হয়েছে। তিনি ছিলেন উত্তরাঞ্চলীয় জোটেরও কমান্ডার, যারা তালেবানদের সঙ্গে লড়ে গেছেন। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই একাডেমিটি ব্রিটিশ বাহিনী দেখাশোনা করত এবং এখানে প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। এখানেই মার্কিন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল হ্যারল্ড জে গ্রিনি নিহত হয়েছেন। তিনি ছিলেন আফগানিস্তান ও ইরাক যুদ্ধের দায়িত্বে। একজন আফগান সেনার গুলিতে নিহত হন গ্রিনি। পরে অবশ্য এই জেনারেলকে হত্যার দায় স্বীকার করেছে তালেবানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়