শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

দিলওয়ার খান : নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অভিযুক্ত শিক্ষক রাশিদ আহমেদ তালুকদার ও কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক। সোমবার দুপুরে ছাত্রীদের ফেইসবুকের ওয়ালে অভিযুক্ত শিক্ষকের পাঠানো বিভিন্ন ক্ষুদেবার্তা স্কিন সট দিয়ে ভাইরাল হয়। কলেজের প্রিন্সিপাল বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।

অভিযোগে জানা যায়, কবিতা শোনানোর কথা বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষার্থীদের কাছে তিনি মোবাইল নাম্বার চেয়ে থাকতেন। এছাড়া তিনি ফেইসবুক রিকুয়েস্ট পাঠিয়ে কবিতার বই বিক্রি করে দেয়ার নাম করে প্রথমে সখ্যতা গড়ার চেষ্টা করেন। প্রোফাইলে মহিলা কলেজের শিক্ষক দেখে অনেকেই ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করেন। যেহেতু অনার্স পরীক্ষার কেন্দ্র পরে কলেজে সেহেতু তিনি মেয়েদেরকে পরীক্ষার ভয় দেখান।

এর আগে অনেক শিক্ষার্থী শিক্ষকের ভয়ে নিয়মিত পদার্থ বিজ্ঞান ক্লাস করেনি বলেও অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষককে সামনে রেখেই এ সকল অভিযোগের প্রাথমিক প্রমাণ মিললে কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের পরীক্ষার ডিউটি বন্ধ করে দেন।

ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলাম জানান, যেহেতু মেয়েদেরকে পরীক্ষার কথা হুমকি দেয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে সেহেতু এই মূহুর্ত থেকে তাকে পরীক্ষার হল পরিদর্শক হিসেবে স্থগিত রাখা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক বলেন, ফেইসবুকে ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব থাকতেই পারে। আজকাল ব্যাপার না। মেসেঞ্জারের কথায় কারো খারাপ লেগে থাকলে ক্ষমা চাই। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়