শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় ভেঙে পড়লো গ্রামীণফোনের অস্থায়ী টাওয়ার

আসিফ কাজল: মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে টিএসসির গেট সংলগ্ন গ্রামীনফোনের টাওয়ারটি হঠাৎ করে ভেঙে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব এর সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, টিএসসি গেট সংলগ্ন প্রাইভেট মোবাইল কোম্পানী গ্রামীণফোনের টাওয়ারটি ভেঙে পড়ে।কোম্পানির প্রকৌশলীর সাথে কথা হয়েছে।তারা মেরামতের কাজ করছেন।কালি মন্দির সংলগ্ন আরেকটি টাওয়ার রয়েছে।আশা করি তেমন সমস্যা হবে না।

বাংলা একাডেমির নিরাপত্তা অফিসার ও বইমেলার নিরাপত্তা ব্যাবস্থার দায়িত্বে থাকা আইয়ুব মোহাম্মদ খান বলেন, মেলায় টাওয়ারগুলো ঝুঁকিপূর্ণ কিনা তা জানা ছিল না। তবে যেহেতু একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাই এখন সকল টাওয়ার অপসারণ করতে হবে।আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারে শতভাগ আশ্বস্ত যে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

তিনি আরও বলেন, যেহেতু একটি টাওয়ার ভেঙে পড়েছে আমরা এখন পুরোপুরি সতর্ক থাকবো এবং এটা নিয়ে আমরা ডিজি মহোদয়কে অবহিত করে সভা সমাবেশ যা করা প্রয়োজন করবো। যাতে আর কোনো ত্রুটি না হয় সে ব্যাপারে সকল পদক্ষেপ নেব।

জানা যায়, বিকট শব্দ করে টাওয়ারটি ভেঙে পড়লে আশেপাশের লোকজন দৌড়ে আসে সেখানে। দায়িত্বরত ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা যায়গাটি ঘিরে ফেলে সঙ্গে সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়