শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ট্রাকসহ বেইলীব্রীজ ভেঙ্গে পড়ায় যানচলাচল বন্ধ

খোকন আহম্মেদ, বরিশাল : জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে মঙ্গলবার সকালে পাথরবোঝাই একটি ট্রাক বেইলী ব্রীজ ভেঙ্গে খালে পরেছে। এতে করে বরিশাল-বানারীপড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী রিপন মোল্লা জানান, পাথরবোঝাই ট্রাকটি বরিশাল থেকে নেছারাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি ব্রীজটির মাঝ বরাবর উঠলে ব্রীজের আংশিক ভেঙ্গে ট্রাকসহ খালে পরে যায়। এরপর থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রীজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপদ বিভাগ।

এসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলী ব্রীজটি নির্মাণ করা হয়। যা দিয়ে এতোদিন গাড়ি চলাচল করছিলো।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল-নেছারবাদ সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তবে এপর্যন্ত যাত্রীদের নৌকায় করে পারাপার হতে দেখা গেছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়