শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে আটা চিনি দিয়ে গুড় তৈরি, জেল ও জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি : আটা, চিনি, রঙ ও ক্যামিকেলে গুড় তৈরী করায় দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাসুদ রানা(৩০) নামে এক কারিগরের জেল ও বাড়ি মালিকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১০ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার সারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলীর বাড়িতে এ জেল জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

সাজাপ্রাপ্ত মাসুদ রানা কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতি গ্রামের মোহাম্মদ আলী পঁচা শেখের ছেলে। তার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং বাড়ির মালিক মনসুর উদ্দিনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, সারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আলীর বাড়ি ভাড়া নিয়ে একটি চক্র গুড় তৈরির প্রধান উপাদান ইক্ষু ছাড়াই আটা, চিনি, নালিগুড়, রঙ ও ক্যামিকেল মিশিয়ে গুড় তৈরি করে বাজারজাত করা হচ্ছে। এমন গোপন খবরে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইক্ষু ছাড়াই গুড় তৈরি কালে হাতেনাতে কারিগর মাসুদ রানাকে আটক করেন।

এ সময় গুড় তৈরির সরঞ্জাম আটা, চিনি, নালিগুড় ও ক্যামিলেকসহ এক ট্রাক সারঞ্জম জব্দ করা হয়।

জব্দ করা সকল সরঞ্জাম সিজার লিষ্ট করে থানা নিয়ে আসা হয়েছে এবং তৈরীকৃত শতাধিক টিন গুড় ধ্বংস করা হয়েছে। সেই সাথে কারখানা মালিক বাড়িটির ভাড়াটে রংপুর কোতয়ালী থানার বালাপাড়া আক্তারুজ্জামানের ছেলে নুর মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সম্পাদনা: আরিফ হোসেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়