শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার থেকে ‘ক্রিজ ক্রসিং’ নো বলের কল দেবেন থার্ড আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : বোলার বর করার সময় পপিং ক্রিজের বাইরে পা ফেলে বল করার পর সঙ্গে সঙ্গে নো বল ডাকেন না আম্পায়ার। এর জন্য অনেকবার সমালোচনার কাঠ গড়ায় পড়তে হয় আম্পায়ারদের। এবার এটির পরিবর্তন আনতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন থেকে এই ধরনের নো বলের সিদ্ধান্ত দেবেন থার্ড আম্পায়ার।

পায়ের নো বলের সিদ্ধান্ত সবসময় সঠিক ভাবে দিতে পারেন না অন ফিল্ড আম্পায়ার। কিছু কিছু সময় ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় দেখা যায় বোলারের করা নো বল চোখ এড়িয়ে গেছে আম্পায়ারের। এ সমস্য থেকে মুক্তি মিলাতে নো বল নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছে থার্ড আম্পায়ারকে। তারা প্রতিটি বলে নো বল চেক করবেন। নো হলে অন ফিল্ড আম্পায়ারকে সে সিদ্ধান্ত জানাবেন। তখন নো কল দিবে মাঠের আম্পায়াররা।

সম্প্রতি ১২ ম্যাচে ৪৭১৭ বল এ পদ্ধতিতে পরিচালনা করে আইসিসি। এর মধ্যে ১৩টি নো বল শনাক্ত করা হয়। এবং প্রত্যেকটি সঠিক সিদ্ধান্ত বলে গৃহীত হয়।

তাই প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টে এ প্রযুক্তি প্রয়োগের কথা ভাবছে আইসিসি। আসন্ন নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থাটি।

আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডিস বলেন, ‘ক্রিকেটে ভুল কমানোর লক্ষ্যে নতুন প্রযুক্তি সংযোজন করা হয়। আসন্ন নারী বিশ্বকাপে আমরা নো বল প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়