শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলকাতার মধ্যে চলমান মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে ৬দিন করা হচ্ছে, বলেছেন রেলপথ মন্ত্রী

কিশোর সরকার : মঙ্গলবার ক্যান্টনমেন্ট স্টেশনে মৈত্রী ট্রেনের নতুন বাড়তি ট্রিপ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গলী, রেলওয়ে অধিদপ্তরের মহাপরিচালক মো শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান রেলওয়ে অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে মৈত্রী ট্রেনের ট্রিপ ৪ দিনের স্থলে আজ থেকে ৫ দিন করা হলো। পর্যায়ক্রমে ঢাকা শিলিগুড়ি ও রাজশাহী-কলকাতা রুটসহ ভারতের সাথে যে কয়টি রুট রয়েছে সব কটিতেই রেল সেবা চালু করা হবে।

বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, 'আমাদের দুই দেশের মধ্যে বর্তমানে যে সম্পর্ক রয়েছে। সেটা ধীরে ধীরে আরও বাড়ছে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি পাবে। যে কারণে যাত্রীবাহী ট্রেন চালু করার ব্যাপারে সরকার এতো আগ্রহী।

রিভা গাঙ্গলী বলেন, আমাদের দুই দেশের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্পর্ক অনেক লেভেলে থাকে। তার মধ্যে আমাদের দুই দেশের মধ্যে সেটি অন্যরকম।

তিনি আরো বলেন, মানুষের মধ্যে মানুষের যে যোগাযোগ ওটা মনে হয় বাংলাদেশ-ভারতের মধ্যে অনেক স্পেশাল। কারণ দু'দেশের দুই দিকে অনেক আত্মীয়-স্বজন আছে। সে কারণে যাওয়া আসাটা অনেক বেশি হয়।
ভারতের এই রাষ্টদূত আরো বলেন,'গতবছর ১৬ লাখেরও বেশি ভিসা ইস্যু করা হয়েছে। রেল যোগাযোগটা হওয়াতে অনেক সাধারণ মানুষ কলকাতায় যেতে পারছেন।

তিনি আরো বলেন, 'গত বছরে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী যখন ভারত সফর করেন তখনই আমরা এনাউন্স করেছিলাম নতুন ট্রিপ বাড়ানো হবে। আজ খুবই ভালো লাগছে সেটা আমরা আজকে বাস্তবায়ন করতে পারছি। সুতরাং আমি মনে করি দুই দেশের মধ্যে আসা-যাওয়া আরও বাড়বে। সামনে দুই দেশের রেলের ক্ষেত্রে সামনে আরো পরিবর্তন দেখবেন।

শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গল ও বুধবার । ঢাকা-কলকাতা রুটে প্রতি সোম ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। এখন থেকে সপ্তাহে পাঁচদিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮:১৫ মিনিটে ট্রেননটি ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছাবে বিকেল ৪টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়