শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ইসলামপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

মোস্তাফিজুর রহমান ও মহসীন কবির: রাজধানীর ইসলামপুর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রক (এসি) মেশিন মেরামত করার সময় বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে আলামিন (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে দগ্ধ আশিকের (২১) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আলামিনের মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় আলামিনের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে। দগ্ধ অপর একজন চিকিৎসাধীন রয়েছে।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে ইসলামপুর লায়ন টাওয়ার ১২ তলার ছাদে এসি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আলামিন (২০) আশিক (২১) ও আরিফ (২০) দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই দগ্ধদের রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশিক ও আলামিনের মৃত্যু হয়। আরিফ চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা জাহিদ জানান, ইসলামপুর লায়ন টায়ারের ১২তলার ছাদে পুরাতন এসি মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। দগ্ধরা সবাই কেরানীগঞ্জ এলাকায় থাকেন। ঠিকাদারের মাধ্যমে ওই ভবনে পুরাতন এসি মেরামতের কাজ করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়