শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানী সেনার গুলিতে ভারতীয় সৈন্য নিহত, মেজর আহত

মাজহারুল ইসলাম : কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত নির্ধারণকারী রেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা ঘটে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পাক সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, কাশ্মীরে এলওসি সংলগ্ন জানদ্রোত ও নিকিয়াল সেক্টর থেকে পাকিস্তানের কোটলি জেলার জাব্বার, সান্ধারা, সুম্বাল গলি ও দাবসি গ্রামের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিগত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনারা মর্টার শেল ও ভারী অস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালায়। কোনও উস্কানি ছাড়াই ভারতের এমন হামলা জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। প্রতিরোধের গুলিতে ভারতের এক সেনা সদস্য নিহত এবং একজন মেজর আহত হয়েছেন। ভারত যেসব সেনা চৌকি থেকে গুলি করেছে, প্রতিরোধের হামলায় সেসব চৌকির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় বাহিনীর ছোড়া মর্টার ও গুলিতে পাকিস্তানের ১০ জন নিরীহ মানুষ মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে দু’জন নারী ও দু’টি শিশুও রয়েছে। আহতদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানা যায়, এলওসিতে এর আগে গত শনিবার ভারতীয় সেনাদের হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং এক নারী আহত হন। এলওসিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়