শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজে লোকের কাছে বিক্রির হুমকি দেয়ার পর থেকেই জর্ডানে নিখোঁজ ১ নারী গৃহকর্মী

ইয়াসিন আরাফাত : জর্ডানে নিখোজ মিতু বেগমের স্বামী সাদেক মাতব্বরের দাবি, নিয়োগকর্তা মিতুকে ‘বাজে লোকের কাছে বিক্রি’ করার হুমকি দেয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তার স্ত্রী। এ অবস্থায় যতদ্রুত সম্ভব তাকে উদ্ধার করে দেশে পাঠাতে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন সাদেক।

সাদেক মাতব্বর জানান, ৩ মাস আগে গৃহকর্মীর ভিসা নিয়ে জর্ডানে যান তার স্ত্রী। কাজে যোগদানের শুরু থেকেই তাকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কয়েকদিন সমস্যার কথা বললেও সংসারের দিকে তাকিয়ে কাজে লেগে থাকেন মিতু। কিন্তু সেখানে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো।জর্ডানে যাওয়ার পর নিয়মিত কথা হলেও কয়েকদিন আগে থেকে সেটি বন্ধ হয়ে যায়। তিনি ধারণা করছেন, নিয়োগকর্তার মাধ্যমেই তার স্ত্রী মিতু নিখোঁজ হয়েছেন। এ জন্য তিনি জর্ডান রাষ্ট্রদূতের কাছে দ্রুত বিষয়টি সমাধানের আবেদন করেছেন।

তিনি আরও জানান,  বিষয়টি নিয়ে জর্ডানের আকামা অফিসে মিতু অভিযোগ জানালে নিয়োগকর্তা তাকে বাজে লোকের কাছে বিক্রি করে দেয়ার হুমকি দেয়।

জানা গেছে, মিতুর সঙ্গে যোগযোগ করতে না পারায় তার পরিবার উৎকন্ঠায় দিন পার করছেন। মিতুর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলায়। জর্ডান প্রবাসী রবিন জানান, ভিডিও বার্তাটি দেখার পর তিনি দূতাবাসের প্রথম সচিব মনিরুজ্জামান মনিরকে জানান। মিতুর নিখোঁজের বিষয়ে জর্ডান দূতাবাসের দূতালয় ও প্রথম সচিব মুহাম্মদ বশির জানান, সম্প্রতি ইতালি ভ্রমণের কারণে প্রথমে তিনি বিষয়টি জানতে পারেননি। তবে জর্ডানে ফেরার পর মিতুকে খুঁজে বের করতে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তিনি।

 

সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়