শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনের কৃষিপণ্য রপ্তানির একমাত্র পথ বন্ধ করে দিলো ইসরায়েল

সাইফুর রহমান : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ডিল অব দ্য সেন্সুরি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানের মধ্য দিয়ে বহির্বিশ্বে ফিলিস্তিনের কৃষিপণ্য রপ্তানির পথটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিলো ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির সেনাবহিনী জানায়, ‘এখন থেকে তাদের ভ‚মি ব্যবহার করে ফিলিস্তিনিদের আর পণ্য পরিবহন করতে দেয়া হবে না।’ ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর দিয়ে এটিই বিভিন্ন দেশে ফিলিস্তিনের পণ্য রফতানির একমাত্র পথ। টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

ফিলিস্তিনের অভিযোগ, ইতোমধ্যেই বেশ কয়েকবার ইসরায়েলি বাহিনী বিভিন্ন চেকপয়েন্টে তাদের শাক-সবজির চালান আটকে দিয়েছে। দেশটির কৃষিমন্ত্রী রিয়াল আল আত্তারি জানান, রোববার থেকে জর্ডান সীমান্ত হয়ে বিশ্ববাজারে ফিলিস্তিনি কৃষিপণ্য রফতানি নিষিদ্ধ হচ্ছে এই মর্মে রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সবাইকে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। দেশটির উপ-অর্থমন্ত্রী তারিক আবু লাবান জানান, সম্প্রতি ইসরায়েল থেকে ফিলিস্তিনের পশু আমদানি বন্ধের জেরেই এই নিষেধাজ্ঞা দিয়েছে তারা।

এদিকে, ফিলিস্তিন পশু আমদানি বন্ধ করার পর ইসরায়েলের বাজারে ধস নামায় এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারকে চাপ দিচ্ছিল ইসরায়েলি খামারিরা। এর জেরে ফিলিস্তিনের বেশ কিছু পণ্যে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। তাতে ক্ষোপে গিয়ে ইসরায়েলের সবজি, ফলমূল ও পানীয় বর্জন শুরু করে ফিলিস্তিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়