শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুই বিকাশ প্রতারককে আটক করেছে র‌্যাব

সুজন কৈরী : ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটকক করেছে র‌্যাব-৮। আটককৃতরা হলেন- মো. সামাদ হাওলাদার (২৫) ও মো. ইলিয়াছ বেপারী (৩৪)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১৯টি মোবাইল ফোনসেট, ৪৭টি সীমকার্ড ও ১ টি রাউটার জব্দ করা হয়েছে।

র‌্যাব-৮ জানিয়েছে, রোববার গভীর রাতে ব্যাটালিয়নের সিপিসি-২ এর ফরিদপুর ক্যাম্প ভাঙ্গার মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন। চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মোবাইল সীম বিক্রেতার সঙ্গে যোগসাজসে ভুয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করে। পরে ওই সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআরের (বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষের নিয়োগকৃত এজেন্ট) মাধ্যমে ভুয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। ওইসব ভুয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল লোকদের কাছে নিজেকে বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে কৌশলে বিকাশের পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে এ্যাকাউন্ট থেকে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়