শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপের শিরোপা জয় করে বিশ্বকে কড়া বার্তা বাংলাদেশের : সানা মীর

স্পোর্টস ডেস্ক : বারবার ভারতের সামনে গিয়ে হঠাৎ খেই হারায় বাংলাদেশ। স্নায়ু চাপের পরীক্ষায় ফেল করে। কিন্তু এবার আর এমনটা হয়নি। রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ কোনো ট্রফি। এরপর বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বসেরা ক্রিকেট তারকারা। বাদ পড়েননি নারী ক্রিকেটাররাও।

পাকিস্তানের নারী দলের সাবেক অধিনায়ক সানা মীর বলেছেন, এটা বিশ্ব ক্রিকেটের কাছে বাংলাদেশের একটা কড়া বার্তা।

গতকাল রোববার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুব ক্রিকেটারদের বিশ্বজয়কে অভিনন্দন জানিয়ে টুইট করেন খোদ ভারতের ক্রিকেটার হরভজন সিং। এ ছাড়াও টম মুডি, ইয়ান বিশপ, হার্শা ভোগলেসহ অনেকেই লাল সবুজের তরুণদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

এবার পাকিস্তানের নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সানা মির বাংলাদেশের যুবকদের নিয়ে তার মুগ্ধতা প্রকাশ করেছেন টুইটারে। তার মতে, ক্রিকেট দুনিয়াকে কড়া এক বার্তাই দিয়েছেন বাংলাদেশের এ উদীয়মান ক্রিকেট তারকারা।

পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক লিখেছেন, ‘ক্রিকেট দুনিয়াকে কড়া এক বার্তাই দিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ।’

পাকিস্তান নারী ক্রিকেট দলের হয়ে ১২০টি ওয়ানডে আর ১০৬টি টি-টোয়েন্টি খেলেছেন সানা মির। তিনি পাকিস্তান নারী ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়