শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ফুপুকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ফুপুকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা মমিজুল ইসলাম (৩৮)।

নিহত হামিদা বেগমের (৪০) মরদেহ দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেক নারী মারা গেছেন। তার নাম আঙ্গুরা বিবি (৬০)। তিনি সম্পর্কে নিহতের বেয়ান। রোববার (৯ ফেব্রুয়ারি) উপজেলার রিশিকুল ইউনিয়নের সাহাপুর ডাইংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই পরিবারের সদস্যরা সহায়তা চেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করেন। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগকারী’র সঙ্গে গোদাগাড়ী থানার অধীনে থাকা কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শিশির কুমারের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়।পরে শিশির কুমার সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। পরে ঘটনাস্থল থেকে হামিদার মরদেহ (৪০) উদ্ধার করা হয়।

এ সময় ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর এ সময় ফুপুকে হত্যার অভিযোগে মমিজুলকেও আটক করা হয়। মমিজুল ওই গ্রামের মিন্নু রহমানের ছেলে। আর আঙ্গুরা একই গ্রামের মুক্তার আলীর স্ত্রী। হামিদার স্বামীর নাম কোরবান আলী।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশির কুমার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপুরে মমিজুল ও হামিদার মধ্যে বাকবিতন্ডা হচ্ছিলো। এক পর্যায়ে মমিজুল তার ফুফু হামিদা বেগমের মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়