শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ আসনের উপ-নির্বাচনে আ.লীগের ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ

সমীরণ রায়: সোমবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, যশোর-৬, বগুড়া-১ আসনের উপনির্বাচনে তৃতীয় দিনে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ মনোনয়নপত্র সংগ্রহ জমা নেয়া হবে আগামী ১৪ ফেব্রয়ারি পর্যন্ত।

এদিকে সোমবার থেকে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। ইতোমধ্যে মেয়র পদে চারজন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে রেজাউল করিম চৌধুরী, খোরশেদ আলম, মুজিবর রহমান, নুরুল ইসলাম বিএসসি। এছাড়াও ৮৮ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাইবান্ধা-৩ আসনে সবচেয়ে বেশি ১১জন আবেদন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন-উম্মে কুলসুম স্মৃতি, ইয়াকুবুল আজাদ, মাহমুদুল হক, একেএম মোকছেদ চৌধুরী, মফিজুল হক সরকার, ফজলুল করিম, ওমর ফারুক, আজিজার রহমান খান বিএসসি, গোপাল চন্দ্র বর্মন, মোছা. রেহেনা, তামান্না শারমিন।

বাগেরহাটে আবেদন ফরম সংগ্রহ করেছেন চারজন।তারা হলেন- এইচ এম মিজানুর রহমান জনি, আব্দুর রহিম খান, প্রবীর রঞ্জন হালদার ও মো. আমিরুল আলম মিলন। যশোরে শেখ আব্দুর রফিক ও বগুড়ায় মুজাহিদুল ইসলাম বিপ্লব।

জানা গেছে, সংসদ সদস্য পদে আবেদন ফরমের মূল্য ৩০ হাজার টাকা, মেয়র পদে ২৫ হাজার ও কাউন্সিলর পদে ১০ হাজার টাকা রাখা হচ্ছে।

উল্লেখ্য, গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি যা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ ও জমা দেয়া যাবে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়