শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস সন্দেহে চীন ফেরত শিক্ষার্থীকে ঢাকায় স্থানান্তর

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : করোনা ভাইরাস সন্দেহে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আল আমিন নামে এক শিক্ষার্থীকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র সাংবাদিকদের এসব তথ্য জানান। চীন ফেরত শিক্ষার্থী আল আমিনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুরে।

তিনি জানান, চীন ফেরত আলামিনকে আইইডিসিআর ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়াও ভর্তি হওয়া প্রথম শিক্ষার্থীর শারীরিক অবস্থা বর্তমানে ভাল রয়েছে। সোমবার চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

ব্রিফিংয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। রোববার সকাল ৭ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয় হয়। রাত দশটায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন।

বাড়িতে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করান। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়