শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের বই বিক্রি করছেন প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামীর সাবেক সহকর্মী !

দেবদুলাল মুন্না: তার এমন ছবি কয়েকদিন থেকে ফেসবুকে ট্রল হচ্ছে। ট্রলগুলোতে অনেকে বলছেন, ‘বুড়োকালে শখ হয়েছে লেখক হওয়ার।’

ড. ফয়জুর রহমান আল সিদ্দিকী, উনি একজন স্কলার এবং অবসরপ্রাপ্ত বিজ্ঞানী । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্স এবং থিসিস গ্রুপে এম এসসি ডিগ্রি অর্জন ও পোস্ট এম এসসি গবেষণায় অংশগ্রহণ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি নিউক্লীয় রসায়নের পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন। তেহরানের নিউক্লীয় বিজ্ঞান ইনস্টিটিউট এবং সুইজারল্যান্ডের ফেডারেল নিউক্লীয় চুল্লি গবেষণা ইনস্টিটিউট যথাক্রমে পোস্ট এম এসসি এবং পোস্ট ডক্টরাল গবেষণায় অংশগ্রহণ করেন। তার জন্ম ১৯৩৪ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চরমধুচারিয়া গ্রামে।

২০০০ সালে পরমাণু শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার ‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা’ নামে একটি বই প্রকাশ করে পরমা প্রকাশন। প্রথমবার ৫০০ কপি প্রকাশের পর প্রকাশনীটি আর বইটি প্রকাশ করেননি। তাই লেখক নিজ উদ্যোগে বইটি প্রকাশ করে মেলায় গত কয়েক বছর ধরে বিক্রি করে আসছেন।এবারও যাচ্ছেন।

রকমারি ডটকমেও তার বই পাওয়া যায়। তিনিও এখনো শিক্ষকতা করেন ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনলজি-রসায়ন বিভাগে। তার বর্তমান সহকর্মী প্রভাষক আবুল মোমেন বলেন, ‘ তার টাকা পয়সা কম নেই। কিন্তু নিজের স্টল নেই বলে শখের বশে বই বিক্রি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়