শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় সুরাইয়া আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি এটি একটি হত্যাকাণ্ড।

সোমবার সকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লকিয়া গ্রামের নিহতের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত সুরাইয়া আক্তার উত্তর শুল্লকিয়া গ্রামের ওহিদুল হকের মেয়ে ও একই এলাকার নোমান সিদ্দিকী সোহেলের স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে গ্রামের নূর মোহাম্মদের ছেলে সোহেলের সঙ্গে সুরাইয়ার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে সোহেল ব্যবসার জন্য টাকা চেয়ে ও বিভিন্ন অজুহাতে সুরাইয়াকে মারধর করতেন। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে জনপ্রতিনিধিদের নিয়ে বসে মীমাংসা করা হলেও সুরাইয়ার ওপর তাদের অত্যাচার থামেনি।

সর্বশেষ রোববার দুপুরে সুরাইয়া তাদের মোবাইল ফোনের মাধ্যমে জানান, সোহেল ও তার বাবা নূর মোহাম্মদ টাকার জন্য তাকে মারধর করেছেন। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সুরাইয়ার বাবা-মাকে মোবাইলে খবর দেয়া হয় সুরাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তাদের অভিযোগ, সোহেল ও তার বাবাসহ পরিবারের লোকজন সুরাইয়াকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে তার কক্ষে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়