শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনা ভাইরাসের প্রার্দুভাবে সাতক্ষীরায় উৎপাদিত কুঁচে ও কাঁকড়ার রপ্তানি বাণিজ্যে ধ্বস

আসাদুজ্জামান,সাতক্ষীরা প্রতিনিধি : চীনে করোনা ভাইরাসের প্রার্দুভাবে ধ্বস নেমেছে সাতক্ষীরার উৎপাদিত কুঁচে ও কাঁকড়ার রপ্তানি বাণিজ্যে। বিপর্যয়ে কুঁচে ও কাঁকড়া খামার গুলো। প্রায় ১৫ দিন ধরে বন্ধ এ সব পণ্যের রপ্তানি। পথে বসার উপক্রম প্রান্তিক চাষীদের। বিপাকে এই সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষ। পথে বসতে শুরু করেছে। অসংখ্য কুঁচে ও কাঁকড়ার খামারে মড়ক দেখা দিয়েছে।

সাতক্ষীরা জেলার উপক‚লবর্তী এলাকায় চিংড়ী মাছের পাশাপাশি কুঁচে ও কাঁকড়া মাছের চাষ অনেক জনপ্রিয় লাভ করেছে। স¦ল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় হাজার হাজার মানুষ কুঁচে ও কাঁকড়া চাষে ঝুকে পড়েন। শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে কুঁচে ও কাঁকড়া মাছের খামার। পারুলিয়া, উজিরপুর, শ্যামনগর ও মুন্সিগঞ্জ বাজারের ডিপো গুলোতে প্রচুর পরিমানে কাঁকড়া ও কুঁচে বিক্রি হয়। চীন কুঁচে ও কাঁকড়ার একমাত্র আমদানি কারক বাজার। তবে গত মাসের ২৫ তারিখ থেকে চীনে রপ্তানী বন্ধ হয়ে যাওয়ায় আভ্যন্তরীন বাজারে কুঁচে কাঁকড়ার কেনা বেচায় ব্যাপক ভাবে ধ্বস নেমেছে। আগে যে কাঁকড়া প্রতি কেজি বিক্রি হতো ২ হাজার টাকা এখন তা বিক্রি হচ্ছে মাত্র ৩/৪’শ টাকা।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত বছরে জেলায় ৩১০ দশমিক ৯ হেক্টর জমিতে কাঁকড়া চাষ হয়। ওই জমি থেকে দু’ হাজার ১৯০দশমিক ৪ মেট্রিকটন ও সুন্দরবন থেকে এক হাজার ১০৯ মেট্রিকটন কাঁকড়া সংগ্রহ করা হয়।

ব্যবসায়ীরা জানান, তারা চীনের আমদানিকারকেদের কাছে ১৫০ কোটি টাকা পাবেন। এরফলে একদিকে তাদের ব্যবসা বন্ধ হতে শুরু হয়েছে। অপরদিকে পাওনা টাকা ক্ষুদ্র ব্যবসায়িদের দিতে না পেরে বিপাকে পড়েছেন আড়ৎদাররা।
অচিরেই চীন যদি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে না পারে তা হলে কুঁচে ও কাঁকড়া চাষে বিপর্যয় অনিবার্য।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলঅ সাতক্ষীরা। এখানে চিংড়ির পাশাপাশি উল্লেখযোগ্য পরিমানে কুঁচে ও কাঁকড়া চাষ হয়ে থাকে। তবে, চীনে করোনা ভাইরাসের কারনে কুঁচে ও কাঁকড়া রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও খামারীরা । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়