শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনিয়রদের শুভেচ্ছা ভাসালেন সিনিয়ররা

নিজস্ব প্রতিবেদক : যেই কাজটি সিনিয়ররা করতে পারেনি সেটিই করে দেখালো জুনিয়ররা। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জিতলো জুনিয়র টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেট বিশ্বের প্রশংসার জোয়াড়ে ভাসছেন আকবর আলীরা। ছোট ভাইয়ের শুভেচ্ছা জানাচ্ছেন সিনিয়ররাও।

বিশ্বজয়ী যুবাদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফী বিন মুর্তজা নিজের ফেইসবুক পেজে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের অভিষেক দাস, রকিবুল, শরিফুল, ইমন এবং অন্য সব খেলোয়াড় ও দলের কোচিং স্টাফদের। আকবর ইউ বিউটি! শুধু আবেগটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখো। কী অসাধারণ অর্জন! বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য কী দারুণ এক মুহূর্ত।’

মাশরাফী আরো লিখেন, ‘ছেলেদের বলছি, অনেক অনেক দূর যেতে হবে তোমাদের। আশা করি ভবিষ্যতে তোমরা আরো অনেক বেশি কিছু নিয়ে আসবে। এই মুহূর্তটা উপভোগ করো। অভিনন্দন, মি. ক্যাপ্টেন আকবর। অভিনন্দন বাংলাদেশ।’

টুইটারে তামিম ইকবাল লিখেছেন, ‘২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয়ের গভীর থেকে জানাই অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।’

বাংলাদেশ সিনিয়র দলের আরেক তারকা মুশফিকুর রহিম লিখেছেন, ‘কোনো সংশয় ছাড়াই বলতে পারি বাংলাদেশের ক্রিকেটার হওয়ার পর আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করেছে। সুপারস্টারদের অভিনন্দন।’

২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘আমাদের ছেলেরা করে দেখিয়েছে! অভিনন্দন বাংলাদেশ।’
সৌম্য সরকার ফাইনালের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন!’ সাব্বির রহমান লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে অভিনন্দন। বিশ্ব চ্যাম্পিয়ন!’

পেসার সাইফউদ্দিনও বিশ্বজয়ের ভিডিও দিয়ে লিখেছেন, ‘ইয়েস! আমরা করে দেখিয়েছি! বাংলাদেশের তরুণ বাঘেদের অভিনন্দন। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়