শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে করোনা ভাইরাস ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে, বললেন ডা. সানিয়া তহমিনা

মিনহাজুল আবেদীন: রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি টিভিতে ‘আমরাও করোনাভাইরাস ঝুঁকিতে’ টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অধ্যাপক ডা. সানিয়া তহমিনা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক একথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বরং আমরা এ বিষয়ে সর্তক হতে পারি পাশাপাশি মানুষকে সচেতন করতে পারি।
তিনি আরও বলেন, মেইলের মাধ্যমে সকল মন্ত্রণালয়কে দিকনির্দেশনা দেয়া হয়েছে, তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সবাইকে সর্তক করে দিচ্ছে। বিমান বন্দরে কড়া নিরাপত্তা দেয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যারা কাজ করেছে তাদের প্রতি আলাদাভাবে নজর রাখা হচ্ছে।

অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, করোনা ভাইরাস সর্তকতাই আমাদের সবসময় হাতধুতে হবে, হাঁচি বা কাশি হলে মুখে রোমাল ব্যবহার করতে হবে। বাহিরের দেশ থেকে কোনো ব্যক্তি আসলে তার সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে এবং যদি ঐ ব্যক্তির কোনো সংক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে দ্রুত স¦াস্থ্য মন্ত্রনালয়ের মনিটরিং সেলে ফোন করে জানাতে হবে। যাতে তার ব্যপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়।

একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, হাঁচি, কাশি দেয়ার ফলে বাতাসের মাধ্যমে এটি বেশি ছড়াচ্ছে। জীবজন্তুর শরীরে এই রোগটি হয়, যার ফলে কোনো মানুষ এই রোগে সংক্রমিত হলে তার থেকে অন্য মানুষের শরীরে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের আরো সর্তকতা অবলম্বন করতে হবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়