শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে করোনা ভাইরাস ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে, বললেন ডা. সানিয়া তহমিনা

মিনহাজুল আবেদীন: রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি টিভিতে ‘আমরাও করোনাভাইরাস ঝুঁকিতে’ টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অধ্যাপক ডা. সানিয়া তহমিনা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক একথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বরং আমরা এ বিষয়ে সর্তক হতে পারি পাশাপাশি মানুষকে সচেতন করতে পারি।
তিনি আরও বলেন, মেইলের মাধ্যমে সকল মন্ত্রণালয়কে দিকনির্দেশনা দেয়া হয়েছে, তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সবাইকে সর্তক করে দিচ্ছে। বিমান বন্দরে কড়া নিরাপত্তা দেয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যারা কাজ করেছে তাদের প্রতি আলাদাভাবে নজর রাখা হচ্ছে।

অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, করোনা ভাইরাস সর্তকতাই আমাদের সবসময় হাতধুতে হবে, হাঁচি বা কাশি হলে মুখে রোমাল ব্যবহার করতে হবে। বাহিরের দেশ থেকে কোনো ব্যক্তি আসলে তার সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে এবং যদি ঐ ব্যক্তির কোনো সংক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে দ্রুত স¦াস্থ্য মন্ত্রনালয়ের মনিটরিং সেলে ফোন করে জানাতে হবে। যাতে তার ব্যপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়।

একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, হাঁচি, কাশি দেয়ার ফলে বাতাসের মাধ্যমে এটি বেশি ছড়াচ্ছে। জীবজন্তুর শরীরে এই রোগটি হয়, যার ফলে কোনো মানুষ এই রোগে সংক্রমিত হলে তার থেকে অন্য মানুষের শরীরে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের আরো সর্তকতা অবলম্বন করতে হবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়