মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট জয়ের অংশীদার হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন।
রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন অর্জন করেন। এ ফাইনাল খেলায় বাংলাদেশের হয়ে পারভেজ হোসেন ইমন ব্যাটিংয়ে ৪৭ রান করে দলকে জয়ী করেন।
এ জয়ে গোটা বাংলাদেশ তথা নোয়াখালীতেও আনন্দের বন্যা বয়ে যায়। পারভেজ হোসেন ইমনের গ্রামের বাড়িতে এলাকাবাসীরা আনন্দ-উল্লাস করতে থাকেন। পাশাপাশি, আল্লাহর শুকরিয়া আদায় ও মিষ্টি বিতরণ করেন।
নোয়াখালী থেকে ক্রিকেটার ইমনের বন্ধুমহল জানান, তারা সবাই টিভি স্ক্রিনে বসে খেলা দেখছিলেন। বাংলাদেশ জিতবে প্রথম থেকেই এ মনোভাব নিয়ে তারা টিভি স্ক্রিনের সামনে অপেক্ষারত ছিলেন। শেষ বল ঠেলে দেওয়ার সাথে সাথেই যখন বাংলাদেশ জিতে যায় তখন তারা আনন্দে ফেটে পড়েন।
তারা বলেন, ক্রিকেট খেলার বিষয়ে বরাবরের মতোই ভারত বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য মনে করেন। এ কারণেই সব সময় তারা একটু অহংকারে ভোগেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে তারা পরাজিত হয়ে অহমিকার মর্মবাণী হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছেন। সম্পাদনা: জেরিন আহমেদ