শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে স্বপ্নপূরণ হয়েছে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচেরও

নিজস্ব প্রতিবেদক : গত দুই বছর ধরে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ যুব দল। তার প্রমাণ মিলেছে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতা। জুনিয়র টাইগারদের এমন অসাধারণ পারফরমেন্সের কৃতিত্ব যায় স্ট্রেন্থ ও কন্ডিশনিং রিচার্ড স্টনিয়ার। আকবর আলীদের বিশ্বকাপ জয়ের পর আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, শিষ্যদের এতো বড় অর্জনে তারও স্বপ্নপূরণ হয়েছে।

বাংলাদেশের যুবাদের সাথে দায়িত্ব পালনের সময়টাকে স্টনিয়ারের কাছে জীবনের সেরা সময় মনে হচ্ছে। তিনি বলেন, ‘সম্ভবত এটা আমার জীবনের সেরা বারোটি মাস। মাঠ ও মাঠের বাইরে ছেলেরা দুর্দান্ত। তারা অনেক শ্রদ্ধাশীল। আমরা দারুণ একটি পরিবারে পরিণত হয়েছি। ইংল্যান্ড থেকে এসে আমি ভাবতে পারিনি এমন কিছু পাবো। আমার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।’

আকবর-ইমনদের মতো স্টনিয়ারের স্বপ্নও তবে সত্যি হয়েছে বিশ্বকাপ জয়ে! তবে খেলোয়াড়দের কৃতিত্ব দিতে কোনো কার্পণ্য নেই তার। স্টনিয়ার বলেন, ‘তবে এটা শুধু ছেলেদের কারণেই হয়েছে। এখন তাদের উপভোগের সময়। গত ১২ মাস ধরে তারা যে কঠোর শ্রম করেছে, এটা তাদের প্রাপ্য ছিলো। এই বিশ্বকাপের প্রতিটি অংশ তাদের প্রাপ্য ছিলো।’

২০১৮ সালের জুলাইয়ে হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশে কাজ শুরু করেন স্টনিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়