শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিওকে উড়িয়ে শিরোপার পথে ছুটছে পিএসজি

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে জয় রথে রয়েছে পিএসজি। ঘরের মাঠে রোববার রাতে লিওকে ২-৪ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেছে প্যারিসের ক্লাবটি।

ম্যাচের ২২তম মিনিটে দি মারিয়ার নৈপুণ্যে এগিয়ে যায় পিএসজি। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সামনের ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন দি মারিয়া।

৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডান দিক থেকে মাউরো ইকার্দির পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে লিওর ফের্নান্দো মার্কালের ভুলে স্কোরলাইন হয়ে যায় ৩-০। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
তবে সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে লড়াই জমিয়ে তোলে লিও। ৫২তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে ব্যবধান কমান ফরাসি মিডফিল্ডার মার্তিন। আর ৫৯তম মিনিটে স্কোরলাইন ৩-২ করেন ফরাসি ফরোয়ার্ড মুসা দেম্বেলে।

বেশ ভালো খেলতে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দিকে ৭৬তম মিনিটে তুলে কাভানিকে নামান কোচ। মাঠে নামার তিন মিনিটের মাথায় দি মারিয়ার পাস পেয়ে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার।

২৪ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্সেইয়ের পয়েন্ট ৪৯। ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে লিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়