শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব টাইগারদের প্রশংসায় ভারতের সাবেক ক্রিকেটাররা

শিউলী আক্তার : গত বছর ইংল্যান্ডের মাটিতে তিন জাতির টুর্নামেন্ট ও এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে গেছিলো বাংলাদেশ যুব দল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালেও পেয়েছে সেই ভারতকে। তাই শিরোপা ধরার শঙ্কাটা বেশিই জেগেছিলো। কিন্তু শঙ্কা উড়িয়ে দিয়েছে আকবর আলীরা। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো লাল সবুজ বাহিনীরা। জুনিয়র টাইগারদের এই জয়ে প্রশংসা করতে কার্পণ্য করেননি ভারতীয় সাবেক ক্রিকেটাররা।

একপর্যায়ে মনে হচ্ছিলো ম্যাচ হয়তো ছিটকে যাচ্ছে ভারতের হাতে। তখনই চোট নিয়ে মাঠে নেমে দলকে নিরাপদ স্থানে নিয়ে যেতে অধিনায়ক আকবর আলিকে সমর্থন দেন পারভেজ হোসেন ইমন। এই দুই ক্রিকেটারের ব্যাটিং প্রশংসিত হয়েছে। ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের দিনে ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা কুড়িয়েছে জুনিয়র টাইগাররা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান লেখেন, ‘বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে অভিনন্দন। এটা তাদের ক্রিকেটের জন্য অনেক কিছু এনে দিবে ও খুব দরকার ছিলো। ভারতও ভালো খেলেছে।’

হরভজন সিং লেখেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এটা একটা দুর্দান্ত ফাইনাল ম্যাচ ছিলো। বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে অভিনন্দন। চিন্তা করো না ভারত, তোমরাও চ্যাম্পিয়নের মতোই খেলেছ।’

মোহাম্মদ কাইফ বাংলাদেশের জয়ের রহস্য টেনে এনে লিখেছেন, ‘৮৫/৫ থেকে ম্যাচ জয়! চোট নিয়েও ইমনের ব্যাটিং করা এবং আকবরের ঠাণ্ডা মাথায় খেলা বাংলাদেশকে জয় এনে দিয়েছে।’

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একটি মুহূর্ত। এই ম্যাচ দেখার পর তারা এটা (বিশ্বকাপ) প্রত্যাশা করে।’

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল লিখেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভারতের ভাগ্য খারাপ। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ম্যাচটি দারুণ ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়